বাসস
  ০২ ডিসেম্বর ২০২৫, ১০:২৭

অন্তঃসত্ত্বা সোনালি খাতুনসহ ৬ ভারতীয় কারামুক্ত

বিএসএফের পুশইনে বাংলাদেশে ঢোকার পর চাঁপাইনবাবগঞ্জ কারাগারে বন্দী থাকা অন্তঃসত্ত্বা সোনালি খাতুনসহ ছয় ভারতীয় নাগরিক জামিনে মুক্তি। ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনে বাংলাদেশে ঢোকার পর চাঁপাইনবাবগঞ্জ কারাগারে বন্দী থাকা অন্তঃসত্ত্বা সোনালি খাতুনসহ ছয় ভারতীয় নাগরিক জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। তাদের ছাড়া পাওয়ার তথ্য নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন বাসসকে জানান, সোমবার রাত সাড়ে সাতটার দিকে ছয়জনই কারাগার থেকে বের হয়ে যান।

কারা কর্তৃপক্ষ জানায়, সোনালী খাতুনের সঙ্গে পুশইনের শিকার হয়ে কারাবন্দি থাকা বাকি পাঁচজনকেও জামিন দেওয়া হয়েছে। 

জেলার মো. সাখাওয়াত হোসেন জানান, তবে ৩ ডিসেম্বর আদালতে হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় তারা এখনই ভারতে ফিরতে পারবেন না। জামিনের পর তারা পৌর এলাকার এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন।

অভিযোগ রয়েছে, কোনো ধরনের চূড়ান্ত যাচাই-বাছাই ছাড়া সোনালি খাতুনসহ ছয়জনকে বাংলাদেশে পুশইন করা হয়। 

তারা জানান, ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করার সময় গত ২৬ জুন নারী ও শিশুসহ ওই ছয়জনকে বাংলাদেশি দেখিয়ে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে এবং কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। এরপর তারা প্রায় দুই মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন। পরে ২০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল।

এরপর নিজ দেশে ফেরত নেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং এজন্য তাদেরকে এক দিন পুলিশ হেফাজতে রাখা হয়। কিন্তু পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আর যোগাযোগ করতে না পারায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।