বাসস
  ০৯ জানুয়ারি ২০২৬, ১৬:৩২

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ২ মাদক কারবারী আটক

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গ্রেফতারকৃতরা হলেন- তসিকুল ইসলাম (৫৫) ও মো. জসিম উদ্দিন(৪৫)। তসিকুল ইসলামকে ২৯৫ গ্রাম হেরোইন ও মো. জসিম উদ্দিনকে ২০৯ গ্রাম হেরোইনসহ আটক করে র‌্যাব-৫-এর সিপিসি-১।

র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ইসলামপুর ইউনিয়নের অন্তর্গত ১নম্বর ওয়ার্ড চর ইসলামপুর গ্রামের দ্বিতীয় মহানন্দা ব্রিজের উত্তর পার্শ্বে পাকা রাস্তার ওপর থেকে তসিকুল ইসলামকে এবং গোবরাতলা ইউনিয়নের অন্তর্গত ৩নম্বর ওয়ার্ড দিয়ার ধাইনগর গ্রাম থেকে মো. জসিম উদ্দিনকে আটক করা হয়। 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।