বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৪১

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের শীতবস্ত্র ও খাবার বিতরণ

শিবগঞ্জ উপজেলায় যুবদলের উদ্যোগে দুস্থদের মাঝে শীত বস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১৯ ডিসেম্বর,২০২৫(বাসস):জেলার  শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞার সার্বিক নির্দেশনায় শিবগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে দুস্থদের মাঝে শীত বস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বিভিন্ন হাট -বাজার, ঘাটে এবং মোড়ে মানসিক ভারসাম্যহীন (পাগল) এবং রাতে জীবিকার তাগিদে কাজ করে খাওয়া নৈশ্য শ্রমিকদের মাঝে কম্বল, শীতের টুপি ও শুকনো খাবার বিতরণ করা হয়।

সরেজমিনে উপজেলার কানসাট বাজারে দেখা যায় শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবুর নেতৃত্বে একদল যুবক বাজারের বিভিন্ন জায়গায় কনকনে শীতে ঘরের বাইরে থাকা মানসিক ভারসাম্যহীন (পাগল) এবং রাতে বিভিন্ন কাজ করা অসহায় মানুষের পাশে গিয়ে তাদের কম্বল ও শীতের টুপি গায়ে পড়িয়ে দিয়ে কিছু শুকনো খাবার দিচ্ছে। 

শিবগঞ্জ উপজেলা যুবদল এবং স্থানীয় সুত্রে জানা গেছে প্রচণ্ড শীতে এই মানবিক সেবা দিতে তারা ছুটে বেড়িয়েছেন শিবগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বলেন, আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

উপজেলা যুবদলের আরেক যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শিমুল বলেন, অধ্যাপক শাহজাহান মিঞা ৫ বারের এমপি। আমরা তাকে দীর্ঘদিন থেকে চিনি। তিনি সবসময় মানুষের কল্যানের কাজ করেন। এসময় শরিফুল ইসলাম শাহজাহান মিঞাকে শিবগঞ্জ উপজেলাবাসীর আস্থার প্রতীক এবং মানবিক ফেরিওয়ালা বলেও দাবি করেন।