শিরোনাম

মুন্সীগঞ্জ, ২৬ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহন নিশ্চিতকরণ ও গনভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সদর উপজেলার মহাখালী ইউনিয়নের ঢালীবাড়ীতে উপজেলা প্রশাসন এবং জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থার মুন্সীগঞ্জ জেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
উঠান বৈঠকে বক্তারা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বচন এবং গনভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন থেকে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত নারী ভোটারদের মধ্যে গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।