বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৫

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁ-৫ (সদর) আসনে মনিরা শারমিন, নওগাঁ-৩ আসনে পরিমল, নওগাঁ-২ আসনে মাহফুজার রহমান, নওগাঁ-৪ আসনে আব্দুল হামিদ এবং নওগাঁ-১ এ কৈলাশ চন্দ্র রবিদাসকে মনোনয়ন দিয়েছে এনসিপি। ছবি: কোলাজ বাসস

নওগাঁ, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

ঘোষিত এ তলিকায় নওগাঁ-৫ (সদর) আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

আজ বেলা ১১ টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলন থেকে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

এছাড়া নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে দলের জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বাদলগাছী) আসনে পরিমল চন্দ্র উরাও, নওগাঁ-৪ (মান্দা) আসনে দলটির জেলা কমিটির সদস্য আব্দুল হামিদকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

এবিষয়ে জাতীয় নাগরিক পার্টি নওগাঁর আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী বলেন, যুগে যুগে এদেশের মানুষ রক্ত দিয়ে গেছে, আমরা এর অবসান চাই। জনগণের বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা ভোটারদের কাছে যাচ্ছি তারাও পরিবর্তন চায়। আমরা ৬টি আসনেই জয়ের ব্যপারে আশাবাদী।