বাসস
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৮:৫২

রংপুরে বিএনপির ৩ দিনব্যাপী নির্বাচনী কর্মশালা শুরু

ছবি : বাসস

রংপুর, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর শহরের স্টেশন রোডের হক কমিউনিটি সেন্টারে বিএনপির তিন দিনব্যাপী নির্বাচনী কর্মশালা আজ শুরু হয়েছে।

রংপুর-৩ (সদর) আসনের বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটির সম্ভাব্য পোলিং এজেন্টদের নিয়ে এ কর্মশালার আয়োজন করে।

রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী-ডন কর্মশালার উদ্বোধন করেন। এতে রংপুর-৩ (সদর) আসনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান আলম বুলবুল সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. সামসুজ্জামান সামু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালার প্রথম দিনে রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কারমাইকেল কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মিজু প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

মিজু সম্ভাব্য পোলিং এজেন্টদের নির্বাচন-সংক্রান্ত আইন, আচরণ বিধি ও নিয়মাবলী মেনে চলার এবং একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, মহানগর ছাত্রদলের সদস্য-সচিব রবিউল ইসলাম রবিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।