শিরোনাম

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনাকে ঘিরে আওয়ামীপন্থীরা অপতথ্য প্রচার এবং উল্লাস প্রকাশ করেছেন বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট জানায়, গত নভেম্বর থেকে আওয়ামীপন্থীরা শরিফ ওসমান হাদিকে হামলার হুমকি দিয়ে আসছিলেন।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে আরও বলা হয়, হামলার ঘটনার পর আওয়ামীপন্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ান এবং প্রকাশ্যে উল্লাসও দেখান।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর আওয়ামী এক্টিভিস্টদের একটি অংশ হামলার দায় বিএনপি ও জামায়াতের ওপর চাপানোর চেষ্টা করেন। পরে অভিযুক্ত ফয়সালের ছাত্রলীগ সংশ্লিষ্টতার তথ্য সামনে এলে তা অস্বীকার করে নতুন করে অপতথ্য প্রচার শুরু করা হয়।
একই সঙ্গে হামলার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীপন্থীদের উল্লাস প্রকাশের একাধিক উদাহরণও শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। দেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান হিসেবে বাংলাফ্যাক্ট গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধের পাশাপাশি জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে।