বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১৯:৩৫
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৯:৩৯

ওসমান হাদির পরিবারকে ২ কোটি টাকা আর্থিক সহায়তা দেবে সরকার

শহীদ শরিফ ওসমান হাদি। ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস): ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকে মোট ২ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ১ কোটি টাকা এবং জীবিকা নির্বাহের সহায়তা হিসেবে আরও ১ কোটি টাকা প্রদান করা হবে।

আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সভাপতিত্ব শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হাদির পরিবারের জন্য পৃথক দুটি বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘ঢাকায় একটি ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা দেওয়া হবে। পুরো অর্থের প্রয়োজন নাও হতে পারে। এছাড়া হাদির পরিবারের জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে পৃথকভাবে আরও ১ কোটি টাকা প্রদান করা হবে।

ড. সালেহউদ্দিন আরও জানান, বাসস্থানের জন্য ১ কোটি টাকা বরাদ্দ ইতোমধ্যেই অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয় ।

শরিফ ওসমান বিন হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন।

নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার একদিন পর গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় হাদিকে গুলি করা হয়।

গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তিনি সেখানে মৃত্যুবরণ করেন।