শিরোনাম

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের গতি কিছুটা বেড়েছে, তবে প্রধান সূচক সামান্য নিম্নমুখী প্রবণতায় দিন শেষ করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট ৩৮৫টি কোম্পানির ১৮ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার ১১১টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫২৭ কোটি ৮৭ লাখ ২১ হাজার ৯১২ টাকা।
প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৮.৪৮ পয়েন্ট কমে ৫০০৯.৮০ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসই-৩০ সূচক ৬.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯২৬.৫১ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ডিএসইএস ৪.৮৮ পয়েন্ট কমে ১০৫০.৬১ পয়েন্টে নেমে এসেছে।
লেনদেনকৃত কোম্পানির মধ্যে ১৫৭টির শেয়ার দর বেড়েছে, ১৭৪টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে (টাকার অংকে) শীর্ষ ১০ কোম্পানি হলো : শাহাজীবাজার পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট, বারাকা পতেঙ্গা, খান ব্রাদার্স পিপি, রানার অটো, আনোয়ার গ্যালভানাইজিং, ডমিনেজ স্টিল, সিম টেক্স ও মুন্নু ফেব্রিক্স।
দর বৃদ্ধির শীর্ষে রয়েছে : প্রগতি ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিক্স, আমান ফিডস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড, সামিট পাওয়ার, একমি পেস্টিসাইড, পিপলস ইন্স্যুরেন্স ও পাইওনিয়র ইন্স্যুরেন্স।
দর পতনের শীর্ষে রয়েছে : হামিদ ফেব্রিক্স, রিং শাইন, এনবিএল, প্রিমিয়ার লিজিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিএনএ টেক্স, ফ্যামিলি টেক্স, নিউলাইন ক্লোথিং, এক্সিম ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড ও আইএসএন লিমিটেড।