শিরোনাম

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪২৯ কোটি ১১ লাখ টাকার বেশি। এদিন মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়।
ডিএসই সূত্র জানায়, আজ বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত ছিল ৮২টির শেয়ারের দর।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৫ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ দশমিক ৫৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৫৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯১৪ দশমিক ৯৪ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসই সূত্র জানায়, বৃহস্পতিবার বাজারে ১ লাখ ২৭ হাজার ৯২১ টি ট্রেডের মাধ্যমে ৩৯১টি কোম্পানির মোট ১৩ কোটি ২৯ লাখ ৯৬ হাজার ৫৭৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল ৪২৯ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৯০৩ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত ছিল ৮৩টির শেয়ারের দর।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুড, উত্তরা ব্যাংক, ফাইন ফুডস, যমুনা ব্যাংক, রবি এক্সিয়াটা, আনোয়ার গ্যালভানাইজিং ও ডমিনোজ স্টিল।
দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ফাইন ফুডস, সোনারগাঁও টেক্সটাইল, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল, কাশেম ইন্ডাস্ট্রিজ, জিকেডব্লিউ ইলেক্ট্রোড, মুন্নু ফেব্রিক্স, আইএসএমজিএল, এক্সিম ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড ও আইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড।
অন্যদিকে দর কমার শীর্ষে ছিল পিপলস লিজিং, এফএএস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ফাস্ট ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, ফ্যামিলি টেক্সটাইল, বিআইএফসি ও জিএসপি ফাইন্যান্স।