শিরোনাম

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যসেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে ‘ডিএসই ইনফরমেশন হেল্প ডেস্ক’ স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ডিএসই ভবনে আনুষ্ঠানিকভাবে এই ইনফরমেশন হেল্প ডেস্কের উদ্বোধন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছাদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান, প্রধান আর্থিক কর্মকর্তা মো. ছামিউল ইসলাম, প্রধান রেগুলেটরি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়াসহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ আছাদুর রহমান বলেন, ইনফরমেশন হেল্প ডেস্ক চালুর মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যপ্রাপ্তি আরও সহজ হবে। বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনদের জিজ্ঞাসার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা সম্ভব হবে, যা ডিএসই’র সেবার মানকে আরও গ্রাহকবান্ধব ও স্বচ্ছ করে তুলবে।
তিনি আরও বলেন, এই হেল্প ডেস্ক ডিএসই’র বাজার অংশগ্রহণকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।