বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:৫৫

ঢাকা-১১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে চাই : ড. এম এ কাইয়ুম

ছবি: বাসস

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন, ‘আমি ঢাকা-১১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে চাই। এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।’

আজ বুধবার রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

গণসংযোগকালে ড. এম এ কাইয়ুম সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় এলাকাবাসী তাদের দীর্ঘদিনের সমস্যা, প্রত্যাশা ও বঞ্চনার কথা তার কাছে তুলে ধরেন। গণসংযোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা-১১ আসনের মানুষ নিরাপত্তাহীনতা, অপরিকল্পিত নগরায়ন ও অব্যবস্থাপনার শিকার।

তিনি বলেন, এই এলাকার মানুষ শান্তিতে থাকতে চায়, নিরাপদ পরিবেশে সন্তানদের বড় করতে চায়। আমি সেই নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে দিতে চাই। নির্বাচিত হলে ঢাকা-১১ আসনকে একটি আদর্শ মডেল সংসদীয় আসন হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, ঢাকা-১১ হবে এমন একটি আসন, যেখানে কোনো ধর্মীয় বা বর্ণভিত্তিক বৈষম্য থাকবে না। এখানে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। রাষ্ট্রের নাগরিক হিসেবে সবাই সমান— এই নীতিই হবে আমার রাজনীতির ভিত্তি।

ড. কাইয়ুম বলেন, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতির মাধ্যমেই একটি টেকসই ও মানবিক সমাজ গড়া সম্ভব। ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ বঞ্চিত হবে না।

তিনি আরো বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। আমি জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে সংসদে যেতে চাই। ক্ষমতার জন্য নয়, দায়িত্ব পালনের জন্যই আমার এই নির্বাচন।

গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।