শিরোনাম

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে কাল টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি টি স্পোর্টস সম্প্রচার করবে।
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে ছিল রংপুর ও সিলেট। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ছিল রংপুর। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ছিল সিলেট। টুর্নামেন্টের নিয়মনুযায়ী টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল এলিমিনেটর ম্যাচ খেলবে।
এলিমিনেটর ম্যাচের হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। আর জয়ী দল দ্বিতীয় কোয়ালিফাইয়ার খেলতে নামবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে প্রথম কোয়ালিফাইয়ারে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচের জয়ী দল।
লিগ পর্বে সিলেটের বিপক্ষে প্রথম লেগে ৬ উইকেটে জিতলেও, দ্বিতীয় লেগে একই ব্যবধানে ম্যাচ হারে রংপুর।
লিগ পর্বে নিজেদের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে হেরেছিল রংপুর। এরপর ষষ্ঠ থেকে অষ্টম, তিন ম্যাচ হেরে প্লে-অফের দৌড়ে ধাক্কা খায় রংপুর। হ্যাটট্রিক হারে নুরুল হাসানের জায়গায় নেতৃত্ব পান লিটন দাস। এরপর শেষ দুই ম্যাচ জিতে অনায়াসে প্লে-অফে জায়গা করে নেয় তারা।
দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম রয়্যালসের সাথে সমান ১২ করে পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে তৃতীয় স্থানে থাকতে হয় রংপুরকে। ফলে বাধ্য হয়েই এলিমিনেটর ম্যাচ খেলতে হবে তাদের।
লিগ পর্বে প্রথম পাঁচ ম্যাচের ২টিতে জিতলেও, পরের পাঁচ ম্যাচের ৩টিতে জিতে প্লে-অফে জায়গা করে নেয় সিলেট। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে রংপুরের বিপক্ষে ভাল ক্রিকেট খেলতে বদ্ধপরিকর সিলেট।