বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ২০:৩০

কাল গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। 

জিম্বাবুয়ের বুলাওয়েতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ যুব দল। 

নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বৃষ্টি আইনে ১৮ রানে হারে বাংলাদেশ। প্রথম ব্যাট করে ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয় ভারত। 

বল হাতে বাংলাদেশের সফল বোলার ছিলেন পেসার আল ফাহাদ। ৯.২ ওভারে ৩৮ রানে ৫ উইকেট নেন তিনি। 

এরপর কয়েক দফা বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। জবাবে ৩ উইকেটে ১২৪ রান তুলে ভাল অবস্থায় ছিল বাংলাদেশ।

কিন্তু ২২ রানে শেষ ৭ উইকেট পতনে ম্যাচ হারে যুবারা। 

ব্যাট হাতে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম। তার ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা ছিল। এছাড়া ওপেনার রিফাত বেগ ৩৭ বলে ৩৭ রান করেন। 

প্রথম ম্যাচে হারের দৃঃস্মৃতি ভুলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। সুপার সিক্সের পথ সহজ রাখতে কিউইদের বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ তাদের। 

ইতোমধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিউইদের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তাই পয়েন্ট ভাগাভাগি করেছে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এতে ১ করে পয়েন্ট আছে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত।