বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ২০:৩৩

বিপিএল খেলতে ভারত সফরের শুরুতে থাকছেন না নিশাম

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের প্লে-অফে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে ভারতের বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনে পাঁচ ম্যাচ সিরিজের শুরুতে থাকছে না নিউজিল্যান্ডের পেস বোলিং অললাউন্ডার জেমস নিশাম। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী ২১ জানুয়ারি থেকে ভারতের  বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড। ঐ সিরিজের দলে আছেন নিশাম। কিন্তু রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচ হান্নান সরকারের অনুরোধে বিপিএলে খেলার জন্য জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন নিশাম। ভারতের বিপক্ষে সিরিজের শুরু থেকে নিশামকে পাচ্ছে না নিউজিল্যান্ড। 

বিপিএলের ফাইনাল ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। যদি রাজশাহী ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে তবে ভারত সিরিজের প্রথম দুই ম্যাচ মিস করবেন নিশাম। ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। 

ইতোমধ্যে অনাপত্তিপত্র’র (এনওসি) বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সাথে কথা বলেছেন নিশাম। অনাপত্তিপত্রে (এনওসি) ২৩ জানুয়ারি নিশামকে বিপিএলে থাকার অনুমতি দিয়েছে এনজেডসি।

অনুরোধ রাখায় নিশামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হান্নান। তিনি বলেন, ‘আমি শুরুতেই বলতে চাই, জাতীয় দলের খেলা থাকার পরও বিপিএলের শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্সের খেলবে নিশাম।’

তিনি আরও বলেন, ‘যখন আমি তাকে অনুরোধ করেছিলাম দলের সাথে থাকার জন্য তখন সে নিজ থেকেই আগ্রহ দেখিয়েছিল। কিন্তু আগের থেকেই জাতীয় দলের হয়ে তার খেলার সূচি ছিল। আমরা সবাই জানতাম নিশামের মতো একজন খেলোয়াড় আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই তাকে রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।’
হান্নান আরও জানান, রাজশাহী ফ্র্যাঞ্চাইজির সাথে থাকার জন্য সকল আনুষ্ঠানিকতা নিজেই সম্পন্ন করেছেন নিশাম।

তিনি বলেন, ‘নিজ দেশের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করে এনওসি ব্যবস্থা করার পুরো প্রক্রিয়াটি নিজেই পরিচালনা করেছেন নিশাম। তিনি আমাকে বলেছিলেন, যদি রাজশাহী ফাইনালে পৌঁছায়, তাহলে ঐ ম্যাচ খেলার পরপরই জাতীয় দলে ফিরবে সে।’