শিরোনাম

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ফাইনালে উঠার লক্ষ্যে কাল টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি টি স্পোর্টস সম্প্রচার করবে।
প্রথম কোয়ালিফাইয়ারের জয়ী দল ফাইনালে উঠবে। তবে হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে এলিমিনেটর ম্যাচের জয়ী দল।
একই দিন দুপুর ১টায় এলিমিনেটর ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স।
প্রথম কোয়ালিফাইয়ার জিতেই ফাইনাল নিশ্চিত করতে মরিয়া থাকবে রাজশাহী এবং চট্টগ্রাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে নিশ্চিত করেছে, প্রথম কোয়ালিফাইয়ার ও এবং দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচের মধ্যে কোন রিজার্ভ ডে থাকবে না।
লিগ পর্বে ১০ ম্যাচে রাজশাহী ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম কোয়ালিফাইয়ারে জায়গা করে নেয়। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্রথম কোয়ালিফাইয়ারের টিকিট পায় চট্টগ্রাম।
চট্টগ্রামের বিপক্ষে ফেভারিট হিসেবেই খেলতে নামবে রাজশাহী। লিগ পর্বে মাত্র দু’টি ম্যাচ হেরেছে তারা। প্রথমটি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এবং পরেরটি চট্টগ্রামের কাছে হেরেছিল।
প্রথম লেগে হারলেও দ্বিতীয় লেগে চট্টগ্রামকে ৩ উইকেটে হারিয়ে প্রতিশোধ নেয় রাজশাহী।
এদিকে লিগ পর্বে চারটি ম্যাচ হারে চট্টগ্রাম। এরমধ্যে লিগ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ হারে তারা।
তবে ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য রাজশাহীর বিপক্ষে জ্বলে উঠতে বদ্ধপরিকর চট্টগ্রাম।