বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ২১:২০

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের

সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় কথা বলেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: বাসস

সাতক্ষীরা ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): সাতক্ষীরায় গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে সকল নাগরিকের ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘বাংলাদেশে আর কখনো স্বৈরশাসন প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ প্রায় ১ হাজার ৪শ ছাত্র জনতা ও পঙ্গুত্ববরণকারী ৩০ হাজার মানুষের আত্মত্যাগের সঙ্গে জাতি কোনোভাবেই বেইমানি করতে পারে না।’

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কেবল একটি সঞ্চালকের ভূমিকা পালন করছে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরই এ সরকারের মূল লক্ষ্য। তবে শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অপরিহার্য উল্লেখ করে তিনি সকল নাগরিককে গণভোটে অংশগ্রহণ করে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ আরও বলেন, ‘গণভোট কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা। ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক না কেন, গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে তারা বাধ্য থাকবে।’

জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার আরেফিন জুয়েল, বাংলাদেশ সেনাবাহিনীর জেলা কমান্ডার লে. কর্নেল চৌধুরী নাভিদ রিফাত মঞ্জুর, কোস্টগার্ড পশ্চিম জোন কৈখালী কমান্ডার লেফটেন্যান্ট রওনাক হাসান শারিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা সামসুজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা গণভোটকে সফল করতে নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।