বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ২৩:৪৫

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উদযাপিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ সোমবার যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এই উপলক্ষে ভোরে কেন্দ্রীয় এবং দেশব্যাপী সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা সোমবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।

এসময় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ ও গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আমরা প্রতিবছর শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করি এবং তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করে সামনে এগিয়ে যাওয়ার শপথ গ্রহণ করি। এবারও একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি আরও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।’

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা, মহানগর, উপজেলা এবং থানা পর্যায়ে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে।

সকাল থেকেই খন্ড খন্ড মিছিল, ব্যানার ও ফেস্টুন নিয়ে জিয়ার মাজার প্রাঙ্গণে আসতে শুরু করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। বিজয় সরণি মোড় থেকে বেইল ব্রিজের দুই পাশ এবং জিয়া উদ্যানের ভেতরের এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। 

এদিকে মাজারের পাশেই জাতীয়তাবাদী ওলামা দল দিনব্যাপী কোরআন তেলাওয়াত কর্মসূচির আয়োজন করে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চিকিৎসকরা মাজার এলাকায় মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন। 

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), জিয়া পরিষদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথক পৃথক মিছিল নিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। 

দুপুর পর্যন্ত মাজার প্রাঙ্গণে আসা নেতাকর্মীদের শ্রদ্ধা অব্যাহত ছিল। জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারী বগুড়া জেলার গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।

রসায়নবিদ মনসুর রহমান এবং জাহানারা খাতুনের পাঁচ পুত্রের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার ডাকনাম ছিল কমল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঘটনাবহুল দিনে জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। 

১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে তিনি নিহত হন।