বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ২২:২১

সিলেটে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

ছবি : বাসস

সিলেট, ৮ জানুয়ারি ২০২৬ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষ্যে সিলেটে শুরু হয়েছে বিভাগ পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। আজ বৃহস্পতিবার সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েল ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা পর্যায়ে অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল অংশগ্রহণ করে।

উদ্বোধনী ম্যাচে সিলেটের বালাগঞ্জ সরকারি কলেজ ৫-১ গোলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজকে হারিয়ে বিজয়ী হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী খালেদা জিয়া এবং জুলাই-আগস্ট এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় ও গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার সুস্থতা কামনায় দোয়া করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খানন মো. রেজা-উ-নবী। স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মো. নূর হোসেন।

উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. মাসুদ রানা, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের ক্রীড়া কর্মকর্তা দেবল চন্দ্র দাস, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাযনির্বাহী সদস্য মো. আজিজুর রহমান মিটন, শাহ স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহ্ আখতার হোসেন টুটুল, সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের এ্যাডহক কমিটির সদস্য সচিব মো. আজিম উদ্দিন, বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট ও আব্দুল মজিদ কলেজ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ এর শিক্ষক ও কর্মকর্তারা। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।