শিরোনাম

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : শ্রীলংকা ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের বিক্রম রাঠোর।
ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজের পর আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপেও শ্রীলংকার ব্যাটিং পরামর্শক কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রাঠোর।
এক বিবৃতিতে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) জানায়, ‘বিশ্বকাপের আগে দলের প্রস্তুতির জন্য রাঠোরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত জাতীয় দলের সাথে কাজ করবেন তিনি।
আগামী ১৮ জানুয়ারি শ্রীলংকা দলের সাথে যোগ দেবেন রাঠোর। তার প্রথম অ্যাসাইনমেন্ট হবে ইংল্যান্ড সিরিজ। ইংলিশদের বিপক্ষে ২২ জানুয়ারি থেকে ওয়ানডে এবং ৩০ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে শ্রীলংকা। দুই ফরম্যাটেই তিনটি করে ম্যাচ খেলবে শ্রীলংকা ও ইংল্যান্ড।
ইংল্যান্ড সিরিজ শেষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে খেলতে নামবে শ্রীলংকা। ৭ ফেব্রুয়ারি থেকে ভারতের সাথে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে শ্রীলংকা। ৮ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ।
বিশ্বকাপকে সামনে রেখে সম্প্রতি শ্রীলংকার কোচিং প্যানেলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। পেস বোলিং পরামর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের সাবেক পেসার লাসিথ মালিঙ্গাকে। তবে বিশ্বকাপ শুরুর আগেই মালিঙ্গার দায়িত্ব শেষ হয়ে যাবে।
এছাড়া ভারতীয় কোচিং স্টাফের সাবেক সদস্য রামাকৃষ্ণান শ্রীধরকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলংকা।
১৯৯৬-১৯৯৭ সালে ভারতের হয়ে ৬টি টেস্ট ও ৭টি ওয়ানডে খেলেছেন রাঠোর। ভারতের ব্যাটিং কোচ হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন তিনি। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়ের সময়ে ভারতের ব্যাটিং কোচ ছিলেন রাঠোর। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতের কোচিং প্যানেলেও ছিলেন তিনি।