শিরোনাম

ঢাকা, ৮ জানুয়ারি ২০২৬ (বাসস) : আগামী ১৫ জানুয়ারি থেকে জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ।
যুব বিশ্বকাপের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
১৩ দেশের মোট ১৭ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ রেফারির তালিকায় দুই জন বাংলাদেশির নাম আছে। আম্পায়ার হিসেবে থাকছেন মাসুদুর রহমান মুকুল এবং ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল।
আসন্ন যুব বিশ্বকাপে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামে যুব দল।
প্রত্যক গ্রুপের সেরা তিন দল সুপার সিক্সে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সুপার সিক্সে দুই গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। ৩ ও ৪ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের আম্পায়ার : আহমাদ শাহ দুররানি (আফগানিস্তান), আইডান সিভার (আয়ারল্যান্ড), কোরি ব্ল্যাক (নিউজিল্যান্ড), ডেইটন বাটলার (ওয়েস্ট ইন্ডিজ), ফয়সাল আফ্রিদি (পাকিস্তান), ফস্টার মুতিজওয়া (জিম্বাবুয়ে), গ্রাহাম লয়েড (ইংল্যান্ড), ইকনো চাবি (জিম্বাবুয়ে), লুবাবালো গকুমা (দক্ষিণ আফ্রিকা), মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ), নীতিন বাথি (নেদারল্যান্ডস), প্রগীথ রামবুকওয়েলা (শ্রীলংকা), রাসেল ওয়ারেন (ইংল্যান্ড), শন হাইগ (নিউজিল্যান্ড), শন ক্রেইগ (অস্ট্রেলিয়া), বীরেন্দ্রার শর্মা (ভারত), জাহিদ বাসারাথ (ওয়েস্ট ইন্ডিজ)।
ম্যাচ রেফারি : ডিন কসকার (ইংল্যান্ড), নিয়ামুর রশিদ রাহুল (বাংলাদেশ), প্রকাশ ভাট (ভারত) ও গ্রায়েম লা ব্রুয় (শ্রীলংকা)।