বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ২০:৩২

ডিসেম্বরের সেরার দৌড়ে স্টার্ক-গ্রেভস ও ডাফি

ঢাকা, ৮ জানুয়ারি ২০২৬ (বাসস) : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে ডিসেম্বরের সেরার দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস ও নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ ডিসেম্বর মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।

ডিসেম্বরে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট খেলেছেন স্টার্ক। ৩ টেস্টে ১৬ উইকেট শিকার করেন তিনি। এরমধ্যে ব্রিজবেনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৫ রানে ৬ উইকেট নেন স্টার্ক। ঐ টেস্টে ৮ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। 

এছাড়া ব্যাট হাতেও দলের জন্য ২টি হাফ-সেঞ্চুরিতে ১৩৯ রান উপহার দিয়েছেন স্টার্ক।

গেল মাসে নিউজিল্যান্ড সফরে তিন টেস্টে খেলার সুযোগ পান গ্রেভস। ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অসাধারণ ডাবল সেঞ্চুরির ইনিংস খেলেন তিনি। গ্রেভসের অপরাজিত ২০২ রানের ইনিংসের সুবাদেই নাটকীয়ভাবে টেস্ট ড্র করে ওয়েস্ট ইন্ডিজ। 

নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৫৩১ রানের জবাবে ৭২ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম উইকেটে শাই হোপকে নিয়ে ১৯৬ এবং সপ্তম উইকেটে পেসার কেমার রোচকে নিয়ে ৪১০ বল খেলে ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারের মুখ থেকে রক্ষা করেন গ্রেভস। ১৯টি চারে ৩৮৮ বল খেলে নিজের ইনিংস সাজিয়ে ম্যাচ সেরা হন তিনি।

তবে সিরিজের শেষ দুই টেস্টের চার ইনিংসে সুবিধা করতে পারেননি গ্রেভস। মাত্র ৮১ রান করেন তিনি। 

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন ডাফি। ৬ ইনিংসে ২৩ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড় হন তিনি। এরমধ্যে তিনবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন ডাফি। 

গত মাসের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ও সুনে লুস এবং ভারতের শেফালি ভার্মার।