শিরোনাম

ঢাকা, ৮ জানুয়ারি ২০২৬ (বাসস) : বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপানয় আয়োজিত বিসিএফ ওপেন ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল পূর্ণ পাঁচ পয়েন্ট নিয়ে তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন।
সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ৬ জন খেলোয়াড় মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন : বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন, তিতাস ক্লাবের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস।
চার পয়েন্ট করে নিয়ে ১৩ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। খেলোয়াড়রা হলেন : ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার যোয়ার হক প্রধান, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, আব্দুল মোমিন, রায়ান রশিদ মুগ্ধ, মাহফুজুর রহমান শাহিন, মোঃ মনিরুজ্জামান মাসুদ ও মোঃ সোহেল।
পঞ্চম রাউন্ডের খেলা আজ বাংলাদেশ দাবা ফেডারেশনের হল-রুমে অনুষ্ঠিত হয়। পঞ্চম রাউন্ডের খেলায় আবু সুফিয়ান শাকিল তানভীর আলমকে, আব্দুল মোমিন মোঃ শরীফ হোসেনকে, সৈয়দ মাহফুজুর রহমান মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিমকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ আয়ান রহমানকে, রায়ান রশিদ মুগ্ধ ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাছুম হোসেনকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌসকে, মাহফুজুর রহমান শাহিন দেলোয়ার হোসেনকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী মোঃ হাসানকে, ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ মোঃ মাহবুবুর রহমানকে, মোঃ মনিরুজ্জামান মাসুদ ঐতিহ্য বড়ুয়াকে, মোঃ সোহেল মোঃ নাসির উদ্দিনকে, ক্যান্ডিডেট মাস্টার যোয়ার হক প্রধান খন্দকার মাহরুশ শাকিলকে, মহিলা ফিদে মাস্টর ওয়ারসিয়া খুশবু আরহাম ওমরকে পরাজিত করেন।
আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের সাথে, আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদের সাথে, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ফিদে মাস্টার সেখ নাসির আহমেদের সাথে, ফিদে মাস্টার নাইম হক ফয়সাল হোসেনের সাথে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হক মোঃ রবিউল হোসেনের সাথে, তাশরিক সায়হান শান অনিন্দ্য রিক দ্বিগবিজয়ের সাথে, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম মুহতাদি তাজওয়ার নাশিদের সাথে ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ এম, এম, জহিরুল ইসলামের সাথে ড্র করেন।
আগামীকাল শুক্রবার বেলা ৩টা হতে ষষ্ঠ রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।