শিরোনাম

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে উপাচার্য ও ট্রেজারারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আজ রোববার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনের পক্ষ থেকে শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এই সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হকসহ পরিষদের অনান্য নেতৃবৃন্দ।