শিরোনাম

সুনামগঞ্জ, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম জিয়া। এর পরপরই সুনামগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। কালো ব্যাচ ধারণ করেন দলীয় নেতা-কর্মীরা। এছাড়া বিএনপির উদ্যোগে মসজিদে কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। এ কর্মসূচি উপলক্ষে ৭ দিন জেলা সংঠনের সকল নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করবেন। দলীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও কালো পতাকা উত্তোলন করা হবে।
জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন বলেন, আজ জাতি একজন অভিভাবক হারিয়েছে। আপোষহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। জাতির এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়াকে প্রয়োজন ছিলো। বিগত হাসিনার সরকার তাকে নির্যাতন করে জেলে দিয়েছিল। সেখানে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। দেশবাসী কখনোই ভাবেনি তিনি এতো তাড়াতাড়ি চলে যাবেন। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করে বেগম খালেদা জিয়ার দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
তিনি সকল নেতাকর্মীকে দেশ গড়ার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহবান জানান।