বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬

সুনামগঞ্জে জাতীয় পুষ্টি নীতি বিষয়ে পরামর্শমূলক সভা 

ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৯ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ ‘জাতীয় পুষ্টি নীতি ২০১৫’ পর্যালোচনার উদ্দেশ্যে আঞ্চলিক পর্যায়ে পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।                   

আজ সোমবার বেলা ১২টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের আয়োজনে এ পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. রিজওয়ানুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা. মো. আকতার ইমাম ও ডা. নুসরাত জাহান মিথেন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সমাজসেবক নুরুর রব চৌধুরী প্রমুখ। 

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. রিজওয়ানুর রহমান বলেন, পুষ্টি বিষয়ের সচেতনতা তৈরি করতে সবাইকে কাজ করতে হবে। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পুষ্টির বিষয়ে সচেতন করতে হবে। জাতীয় পুষ্টি নীতি ২০১৫ পর্যালোচনা করে পুষ্টির বিষয়ে নতুন নীতিমালা বাস্তবায়ন করা হবে। নারী ও শিশুদের পুষ্টির চাহিদা পূরণ করতে হলে সচেতনতা বাড়াতে হবে। 

তিনি বলেন, হাওরাঞ্চলের জেলা হিসেবে সুনামগঞ্জের মানুষ নানা দিক থেকে পিছিয়ে রয়েছে। এই জনগোষ্ঠীর মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে খাদ্যের প্রতি সচেতন থাকা খুবই জরুরি।