শিরোনাম

সুনামগঞ্জ, ২১ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ কাবিটা নীতিমালার আলোকে ফসলরক্ষা বাঁধ মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের সামগ্রিক বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকাল ৪ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড, মেহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় জেলার হাওরের বিভিন্ন বাঁধের অগ্রগতি বিষয়টি উপস্থাপন করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন সহ শান্তিগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দেয়ারাবাজার, ছাতক, তাহিরপুর, মধ্যনগর, দিরাই, শাল্লা, জামালগঞ্জ, বিশ্বম্ভপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, সাংবাদিক মিজানুর রহমান মিজান, মাছুম হেলাল, জসিম উদ্দিন, শহীদনুর আহমেদ, সোহানুর রহমান সোহান প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা ফসল রক্ষা বাঁধের চলমান কাজের অগ্রগতি ও বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন। তারা বিভিন্ন উপজেলায় কাজের সামগ্রিক অগ্রগতি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে পরামর্শ প্রদান করেন।