শিরোনাম

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর লালবাগ থানার ইসলামবাগ এলাকার চেয়ারম্যানঘাটে আজ দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
খবর পাওয়ার প্রায় ২০ মিনিটের মধ্যেই লালবাগ, হাজারীবাগ ও পলাশী ফায়ার স্টেশন থেকে মোট ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কি কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।