বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ১৩:০৭

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ও  ৩টি বাস পুড়ে গেছে

ছবি: বাসস

রাঙ্গামাটি, ২১ ডিসেম্বর, ২০২৫(বাসস) : জেলা শহরের দোয়েল চত্বরে  পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে ৪ টি দোকান ও ৩টি বাস পুড়ে গেছে। গতকাল শনিবার  মধ্যরাতে একটি ফার্নিচারের দোকান থেকে এই আগুনের সুত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

স্থানীয় ব্যবসায়ী জসিম বাসসকে  জানান, শহরের পুরাতন বাসস্ট্যান্ডে গতকাল মধ্যরাত ৩ টা ৪০ মিনিটের দিকে আগুন দেখতে পায় ব্যবসায়ীরা। এ সময় লোকজন দ্রুত দোকান থেকে বের হয়ে রাস্তায় এসে চিৎকার করতে থাকলে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের  টিম ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর  মো মোরশেদুল ইসলাম বাসসকে  জানান,অগ্নিকান্ডের খবর পেয়ে  আমরা গতকাল মধ্যরাত  সাড়ে ৩ টার দিকে দ্রুত ঘটনাস্থলে এসে আমাদের ৩ টি ইউনিট প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।তবে ৪টি দোকান ও ৩টি বাস পুড়ে গেছে। প্রাথমিক অবস্থায় এখনো আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয়  করা সম্ভব হয়নি।

আজ রোববার সকালে জেলায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।