শিরোনাম

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সুইজারল্যান্ডের পর্যটনকেন্দ্র ক্রানস-মন্টানা রিসোর্টে বর্ষবরণের রাতের অগ্নিকাণ্ডে নিহত ৪০ জনের মধ্যে ২৪ জনকে শনাক্ত করেছে কর্তৃপক্ষ। আজ রোববার পুলিশ জানিয়েছে, শনাক্তদের মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক এবং ছয়জন বিদেশি নাগরিকের মরদেহ রয়েছে।
সুইজারল্যান্ডের ক্রানস-মন্টানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, তারা আগেই আটজন সুইস নাগরিককে শনাক্ত করেছিলেন। পরে আরও ১০ জন সুইস নাগরিককে শনাক্ত করেছে— যাদের মধ্যে ১৪ থেকে ৩১ বছর বয়সি চার নারী ও ছয়জন পুরুষ।
এছাড়া, ১৬ বছর বয়সি দুইজন ইতালীয়, ৩৯ বছর বয়সি একজন ফরাসি, ইতালি ও সংযুক্ত আরব আমিরাতের দ্বৈত নাগরিকত্বধারী ১৬ বছর বয়সি একজন কিশোর, ১৮ বছর বয়সি একজন রোমানীয় এবং একজন ১৮ বছর বয়সি তুরস্কের নাগরিক।
অগ্নিকাণ্ডে আরও ১১৯ জন আহত হয়েছেন।