শিরোনাম

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বীর শহীদদের স্মরণে তারা বিভিন্ন স্লোগান দেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান বলেন, ১৬ ডিসেম্বর গর্ব, আত্মত্যাগ ও বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্জনের দিন। মহান মুক্তিযুদ্ধের শহীদ বীরদের প্রতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রইল।
বিজয়ের চেতনায় উদ্ভাসিত হয়ে একটি ন্যায্য, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গভীর উদ্বেগের বিষয় এই যে, বিজয়ের ৫৫ বছরে এসেও মুক্তিযুদ্ধকে নিয়ে কটূক্তি করতে দেখা যায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থানকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহতাপ ইসলাম, সাবেক সহ-সভাপতি জিসান আহমেদ বিপু, আশিক শিশির, সোহাগ বাদশা, তাহসান খান শান্ত, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মাহমুদ, নজরুল করিম সোহাগ, সাবেক সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, জিহাদুল ইসলাম ইউসুফ, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, সাবেক অর্থ সম্পাদক প্রিয়ম আহমেদ।
আরও উপস্থিত ছিলেন, রবিন হোসেন নিলয়, সাদমান ইসলাম পলাশ, মেহরাফ হোসেন মেহেদী, তানভীর আহমেদ, নোমান মুন, মাসুদ রানা, মুজাহিদ মিজান, হাদিব মল্লিক, আরাফাত হোসেন, নাহিদ আলম, রাহাত হোসেন, ওয়ালিউল্লাহ প্রমুখ।