বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:২৬

বিজয় দিবস উপলক্ষে গাবতলী ও বাইপাইলে যান চলাচলে ডাইভারশন

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মহান বিজয় দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা-আশুলিয়া ও ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী ও বাইপাইল পয়েন্টে যানবাহন চলাচলে ডাইভারশন কার্যকর থাকবে।

উক্ত সময়ে সংশ্লিষ্ট সকল যানবাহন চালককে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

এছাড়া, সকাল ৯টা থেকে সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে।

ঢাকা পুলিশ সুপারের বরাত দিয়ে পুলিশ সদরদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।