শিরোনাম

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১৯১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ২৩৫টি মোটরসাইকেলসহ মোট ৩৪৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬টি বাস, ৭টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ১৬১টি মোটরসাইকেলসহ মোট ২২৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ১টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ২১৫টি মোটরসাইকেলসহ মোট ২৮৩টি মামলা হয়েছে।ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১৯০টি মোটরসাইকেলসহ মোট ২৬০টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ২৭০টি মোটরসাইকেলসহ মোট ৩৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৪টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ১৮৭টি মোটরসাইকেলসহ মোট ৩১৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ৫টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ১৭৩টি মামলা হয়েছে।
এছাড়া অভিযানকালে মোট ৩৯০টি গাড়ি ডাম্পিং ও ১৯০টি গাড়ি রেকার করা হয়েছে। শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।