শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৪৩৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়েছেন।
ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১৫টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২৬টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১২টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭৫টি, ট্রাফিক-গুলশান বিভাগে ৩১১টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২০০টি, ট্রাফিক-রমনা বিভাগে ৮৬টি ও ট্রাফিক-লালবাগ বিভাগে ১১৭টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩১০টি গাড়ি ডাম্পিং ও ১৪৪টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করেছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।