শিরোনাম

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৪০৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৯টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, ১৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ১৬৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫টি বাস, ১টি ট্রাক, ১৪টি ক্যাভার্ড ভ্যান, ৬৭টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৬টি বাস, ৬৬টি ট্রাক, ৫১টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ২০৪টি মোটরসাইকেলসহ মোট ২৯৮টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ৬টি বাস, ৪টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৯১টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৯৮টি বাস, ৩৫টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ৩৪৫টি মোটরসাইকেলসহ মোট ৬৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৪টি বাস, ৮টি ট্রাক, ১৭টি ক্যাভার্ডর্ভ্যান, ৩১টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২৪৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১১টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৮১টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৯৬টি গাড়ি ডাম্পিং ও ২৩৪টি গাড়ি রেকার করা হয়েছে।
গতকাল সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।