বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৫

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার আরো ১১

ছবি: সংগৃহীত

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনায় আরো ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই সময়ে তেজগাঁও থানা পুলিশ আরো দুইজনকে গ্রেফতার করে। গত ২৪ ঘন্টায় এই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হলো।

গ্রেফতারকৃতরা হলো-আব্দুর রহমান (৩০), মো. জান্নাতুল নাঈম (২১), মো ফয়সাল (২৪), ক্বারী মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩),জুবায়ের হোসাইন (২১), মো. আলমাস আলী (২৯), জুলফিকার আলী সৌরভ (২২), নিয়াজ মাহমুদ (২৮), মোহাম্মদ মাইনুল ইসলাম (২২), মো. হাসেম (২৬) ও আরাফাত ইয়াসিন (২৯)।

ডিবি সূত্রে জানা যায়, ১৮ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায় কতিপয় উচ্ছৃঙ্খল জনতা।

উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ধারাবাহিক অভিযান চালায় ডিবি।

এই হামলার ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা ২৮ জন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।