শিরোনাম

বগুড়া, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সারিয়াকান্দিতে গৃহবধূ চন্দনা রানীর হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শনিবার বিকেলে সাভার থানাধীন হেমায়েতপুর এলাকার ঋষিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলো, কাজল চন্দ্র (২৫)। তিনি জেলার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল এলাকার বাসিন্দা। আজ রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লে. বিএন ওয়াহিদুজ্জামান।
র্যাবের এই কর্মকর্তা জানান, নিহত চন্দনা রানী প্রায় ছয় বছর আগে একই এলাকার নয়ন চন্দ্রের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বাড়িতে পারিবারিক কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে স্বামী-স্ত্রীর বিচ্ছেদ ঘটে এবং চন্দনা বাবার বাড়িতে চলে যান। পরে কাজল চন্দ্র বিয়ের আশ্বাস দিয়ে চন্দনাকে বিভিন্ন সময় নিজের বাড়ি ও ঢাকায় নিয়ে যান। ঢাকায় প্রায় চার মাস তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করেন। গত ১৪ জুন চন্দনা কাজলের বাড়িতে গেলে সেখানে তাকে নির্যাতন করা হয়। একপর্যায়ে বিষাক্ত ট্যাবলেট খাইয়ে অচেতন অবস্থায় সিএনজি যোগে চন্দনা কে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যরা অসুস্থ চন্দনাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের কাকা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা করেন।