শিরোনাম

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অনলাইন ইনভেস্টমেন্টের প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে রাজধানীতে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান আজ শুক্রবার জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত নাদিম (৩২) কুমিল্লার মেঘনা থানার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণকান্দি গ্রামের মো. কায়েস মিয়ার ছেলে।
প্রাথমিক তদন্তে জানা যায়, একটি বেসরকারি ব্যাংকের একজন সিনিয়র প্রিন্সিপাল অফিসারের হোয়াটসঅ্যাপে অজ্ঞাত নম্বর থেকে একটি বার্তা আসে। বার্তা প্রেরণকারী নিজেকে “নাজনীন” নামে পরিচয় দিয়ে দাবি করেন যে, তিনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আপওয়ার্কের প্রতিনিধি। বাসায় বসে পার্ট-টাইম কাজের মাধ্যমে আয় করার প্রলোভন দেখালে ভুক্তভোগী সরল বিশ্বাসে প্রস্তাবটি গ্রহণ করেন।
সূত্র আরো জানায়, প্রতারক চক্র প্রথমে ইউটিউব সাবস্ক্রিপশনসহ কয়েকটি ছোট অনলাইন টাস্ক করিয়ে বিকাশের মাধ্যমে সামান্য অর্থ দিয়ে আস্থা তৈরি করে। পরে অন্য একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়, যেখানে ভুয়া সদস্যরা এমন অভিনয় করেলন যে, তারা নিয়মিত কাজ করে বড় অঙ্কের অর্থ উপার্জন করছেন। এতে ভুক্তভোগীর বিশ্বাস আরও বৃদ্ধি পায়।
সূত্র জানায়, পরবর্তী ধাপে বড় টাস্কের কথা বলে প্রতারকরা ধাপে ধাপে লোভ দেখিয়ে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে মোট এক কোটি দশ লক্ষ আটান্ন হাজার তিনশত পাঁচ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনার পর ভুক্তভোগী ব্যক্তি ডিএমপি’র লালবাগ থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার গ্রহণের পর সিআইডির সিপিসি ইউনিটের একটি চৌকশ দল প্রতারক চক্রের সদস্য নাদিমকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে মোবাইল ফোন, এনআইডিসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়। সিআইডি এই চক্রের অন্যান্য অজ্ঞাত সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে।