বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ১৯:৫৩

রাজধানীতে ২টি পিস্তল, ৪ ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি- লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- মো. আজগর আলী ওরফে ভোলা (৫৫)। আজ দুপুরে শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির খিলগাঁও থানায় একটি অস্ত্র আইনে ও ঢাকার সাভার থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।