শিরোনাম

চট্টগ্রাম, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে হত্যার ঘটনার দুই দিন পর মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার মামলার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন সূচনা বলেন, বুধবার রাতে সীতাকুণ্ড থানায় র্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) পুলিশ পরিদর্শক গাজী আব্দুর রহমান মামলাটি করেছেন।
মামলায় জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, অজ্ঞাতনামা আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিনজন হলেন— মো. জাহিদ, মো. ইউনুস ও আরিফুর রহমান। এর মধ্যে জাহিদ ও ইউনুস এজাহারভুক্ত আসামি এবং আরিফ তদন্তে প্রাপ্ত আসামি বলে জানান তিনি।
এর আগে, গত সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যাওয়া র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে র্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) বিজিবির নায়েক সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া (৪৮) নিহত হন।
তার বাড়ি কুমিল্লা জেলায়। একই হামলায় আরো তিনজন র্যাব সদস্য আহত হন। তারা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সীতাকুণ্ড থানার অফিসার ইনিচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।