বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৬:৪৫

ঠাকুরগাঁওয়ে ৩ টি আসনে মির্জা ফখরুলসহ ২০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা 

ঠাকুরগাঁও ,  ৪  জানুয়ারি, ২০২৬  (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  ঠাকুরগাঁওয়ে ৩ টি আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা ২০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

জেলার তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে সোমবার ২৯ ডিসেম্বর  বিকেল ৫টা পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। 

যাচাই-বাছাই করে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জনের মধ্যে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৮ জনের মধ্যে ৮ জন ও ঠাকুরগাঁও - ৩ আসনে ১০ জনের মধ্যে ৯ জনসহ মোট তিনটি আসনে ২০ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। শুধুমাত্র ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশামনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 

চূড়ান্ত বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন: 

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), দেলাওয়ার হোসেন (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও মো. খাদেমুল ইসলাম ( ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

ঠাকুরগাঁও-২ আসনে মো. আব্দুল হাকিম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. নাহিদ-রানা(এবি পাটি), নূরুন নাহার বেগম (জাতীয় পাটি), মোহাম্মদ রেজাউল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. জুলফিকার মর্তুজা চৌধুরী (স্বতন্ত্র), মো. আব্দুস সালাম (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), মো ফারুক হোসেন (গণ অধিকার পরিষদ) ও সাহাবউদ্দিন আহাম্মেদ (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি)।

ঠাকুরগাঁও-৩ আসনে মো. জাহিদুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), মো. মামুনুর রশিদ মামুন (গণ অধিকার পরিষদ), মো. মিজানুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), এস এম খলিলুর রহমান সরকার (বাংলাদেশ মুসলিম লীগ), হাফিজ উদ্দিন আহমেদ, জাতীয় পাটি), প্রভাত সমীর শাহজাহান আলম (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মো. আবুল কালাম আজাদ (বাংলাদেশ সুপ্রিম পাটি), কমলা কান্ত রায় ( বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি) ও মো. আল আমিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
 
মনোনয়ন বাতিল হওয়া একমাত্র প্রার্থী হলেন মোছা. আশামনি (স্বতন্ত্র)।