শিরোনাম

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : প্রেমের সম্পর্ক স্থাপনের মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূলহোতাসহ ২ জন আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
আজ বৃহস্পতিবার এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং থেকে এ তথ্য জানা গেছে। এর আগে, বুধবার রাতে রংপুর মহানগরের কোতয়ালী থানা থেকে এটিইউ'র অভিযানিক দল তাদের গ্রেফতার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিরা হলেন রংপুর মহানগর কোতয়ালী থানার আলমনগর বনানী পাড়া কলেজ রোড এলাকার মৃত আনছার আলীর ছেলে মো. আজম আলী (২৫) এবং একই থানার কেল্লাবন্দ সর্দার পাড়া এলাকার মো. আসাদুজ্জামানের ছেলে মো. সাফায়েত হোসেন (২৫)।
গ্রেফতারকালে তাদের নিকট থেকে ২টি স্মার্ট ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে গত ১৬ নভেম্বর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ডিএমপি উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।