বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ১৫:২৩

বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

আজ লক্ষ্মীপুর সদর উপজেলার চরভূতা ইউনিয়নে মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি কখনোই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না এবং এমন রাজনীতিকে তারা সমর্থনও করে না। 

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চরভূতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। বেহেশত বা পরকাল সম্পর্কে রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর প্রচারণা গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, কোনো দল মানুষের পরকালের নিশ্চয়তা দিতে পারে না; প্রত্যেকের নিজস্ব আমল, আচরণ ও নৈতিকতার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

মহিলা দলের নেত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি এমন একটি দল যারা মানুষের ধর্মীয় অনুভূতিকে সম্মান করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। আমরা প্রত্যেকে যদি ইমান, আমল এবং নৈতিকতা ঠিক রাখি, তাহলে আল্লাহই আমাদের ভালো প্রতিদান দেবেন।’

এ্যানি বলেন, ধর্মীয় মূল্যবোধ যথাযথভাবে মেনে চলা এবং ইসলামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করাই প্রত্যেক মুসলমানের দায়িত্ব। বিভ্রান্তিকর বক্তব্য বা প্রচারণায় কেউ যেন প্রভাবিত না হন, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান তুলে ধরে এ্যানি বলেন, দেশের গণমানুষের দল হিসেবে বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার, উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর সদর পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি বেগমসহ বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ।