বাসস
  ২৬ নভেম্বর ২০২৫, ১৬:২৪
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১৬:৩৫

ব্যাংকিং ও ইন্স্যুরেন্স সেক্টরে জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে : আমীর খসরু

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : গত ১৫ থেকে ১৬ বছর রাজনৈতিক দলীয় প্রভাবে গড়ে ওঠা ব্যাংকিং ও ইন্স্যুরেন্স সেক্টরের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, গত ১৫ থেকে ১৬ বছরে দলীয় বিবেচনায় ব্যাংকের মালিকানা ও ইন্স্যুরেন্স কোম্পানি দেওয়া হয়েছে। যে কারণে এই সময়ে অনেক লুটপাট হয়েছে। এ জন্য ব্যাংকিং ও ইন্স্যুরেন্স সেক্টরে জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। জবাবদিহিতা ছাড়া যেমন কোনো দেশ চলতে পারে না, তেমনি কোনো প্রতিষ্ঠানও চলতে পারে না। এই বিবেচনাগুলোকে আমাদের মাথায় রাখতে হবে।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২৫ বছর পূর্তি উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জবাবদিহিতায় মনোযোগী হওয়ার জন্য তিনি সকল বীমা কোম্পানির প্রতি আহ্বান জানিয়ে বলেন, জবাবদিহিতার বিষয়গুলো আপনার বীমাকারীর নিরাপত্তার জন্য, আপনার কর্মচারীর নিরাপত্তার জন্য। কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অবশ্যই এ সমস্ত জায়গায় মনোযোগী হতে হবে।

সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, একটি পরিবারে যেমন সবাইকে দায়িত্বশীল হতে হয়, তেমনি এক্ষেত্রেও সবাইকে দায়িত্বশীল হতে হবে।

কোম্পানির ম্যানেজমেন্টকেও দায়িত্বশীল হতে হবে, কর্মচারীদের দায়িত্বশীল হতে হবে, এজেন্টদের দায়িত্বশীল হতে হবে এবং সবচেয়ে বড় কথা—যারা রেগুলেটর, তাদেরকেও দায়িত্বশীল হতে হবে। সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং ইন্স্যুরেন্স কোম্পানি যে মন্ত্রণালয়ের অধীনে চলবে, সেই মন্ত্রণালয়কে দায়িত্বশীল হতে হবে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের মহোৎসব চলেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংকিং সেক্টর—সবকিছু মিলিয়ে আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি, একটা বড় ধরনের লুটপাটের মহোৎসব চলেছে।

লুটপাটের কারণে অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে, শুধু তারাই লাভবান হয়েছে। কিন্তু এই  প্রতিষ্ঠানগুলো শেষ হয়ে গেছে। এতে কোম্পানির সাথে সংশ্লিষ্ট যারা কাজ কওে, তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে।