শিরোনাম

চট্টগ্রাম, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সব শ্রেণির মানুষের কাছে, বিশেষত ভোটারদের সঙ্গে বিনয় এবং সম্মানজনক ব্যবহারের মাধ্যমে বিএনপির কল্যাণমুখী রাজনীতির বার্তা পৌঁছে দিতে হবে।
দেশের স্বার্থ রক্ষা, জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের সার্বিক নিরাপত্তা প্রদানই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল চেতনা। ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণির ভোটারের দরজায় গিয়ে শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ এবং তারেক রহমানের দেশ পুনর্গঠনের ৩১ দফা প্রস্তাব তুলে ধরে বিএনপি প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ নিজ বাসভবনে চট্টগ্রাম-১০ (ডাবলমুরিং-পাহাড়তলী) আসনের কাট্টলী ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর খসরু বলেন, বিএনপি জনগণের সমর্থন পেলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করবে এবং সহনশীল ও সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করবে।
তিনি বলেন, ‘বিএনপির মূল লক্ষ্য একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ গড়ে তোলা, যেখানে নাগরিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না, নিরাপদ জীবনযাপন করতে পারবে, ব্যক্তিগত মর্যাদা ও সম্মান বজায় থাকবে এবং প্রত্যেকে তার ধর্মীয় আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারবেন।’
বিএনপি ইতোমধ্যে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, জনস্বাস্থ্য সুরক্ষা, নাজুক সামাজিক শৃঙ্খলা পুনরুদ্ধার, বিপুল সংখ্যক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি এবং বিজ্ঞান-প্রযুক্তিনির্ভর কর্মমুখী শিক্ষা চালুর জন্য ব্যাপক কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘আগামী দিনের রাজনীতি পরিচালনা ও দেশকে এগিয়ে নিতে জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের মানসিক পরিবর্তনকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।’
সভা শেষে তিনি ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা করেন। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. সফিউল্লাহ’র সভাপতিত্বে এবং সদস্য সচিব নূর সেলিম বাঙ্গালির সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল ও মঞ্জুর আলম, সাবেক নগর বিএনপি সহ-সম্পাদক আবু জহুর, সাবেক ওয়ার্ড আহ্বায়ক সাইফুল আলম এবং সাবেক কাউন্সিলর জেসমিন খানম।