শিরোনাম

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশি খাদ্য ও পণ্য সামগ্রী পাচারের সময় ৯ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি চক্র ইয়াবা, মদসহ অন্যান্য মাদকদ্রব্যের বিপরীতে বাংলাদেশি পণ্য মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। এরই প্রেক্ষিতে গতকাল সকাল ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি দল কক্সবাজারের বাকখালী মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে একটি সন্দেহজনক ফিশিং ট্রলার তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— ২৯ বস্তা ময়দা, ২৮ হাজার পিস গ্যাস লাইট, ৪ হাজার ৮০০ প্যাকেট কয়েল, ২৮ বস্তা রসুন, ৬২৪ প্যাকেট সাবান, ৭০ বস্তা ডিএপি সার এবং ৯৬ বোতল সয়াবিন তেল। এ সময় ট্রলারে থাকা ৯ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত বোট, পণ্য ও আটক ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।