বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ১৮:১৪

শুল্কের সাবেক মহাপরিচালক বেলালের আয়কর নথি জব্দ

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং বেনাপোল কাস্টমস হাউসের সাবেক কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বর্তমানে মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি)।

আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের  আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার নিজ নামে পাবলিক সার্ভেন্ট দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ ৪ কোটি ৬০ লাখ টাকার তথ্য প্রদর্শন না করে গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করত উক্ত গোপনকৃত সম্পদসহ মোট ৪ কোটি ৯৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখায় দুদক মামলা দায়ের করে। আসামি মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী একজন আয়কর দাতা। আসামির জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ২০০৮-০৯ হতে ২০২২-২০২৩ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।