বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৯:২৩

অর্থ আত্মসাতের অভিযোগে এফএএস ফাইন্যান্সের বিরুদ্ধে দুদকের ২ মামলা

ফাইল ছবি

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) :  আর্থিক প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে (এফএএস ফাইন্যান্স) ঋণের নামে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দু’টি দায়ের করা হয়।

দুদক জানায়, মিম ট্রেডিং কর্পোরেশনের নামে ঋণ দেখিয়ে প্রায় ৫ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় ১২ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন মিম ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক এবং এফএএস ফাইন্যান্সের সাবেক চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও একাধিক সাবেক পরিচালক। 

অভিযোগে বলা হয়, ব্যবসা সম্প্রসারণের নামে ঋণ মঞ্জুর করে সেই অর্থ পূর্বের ঋণ দায় পরিশোধ ও অন্য খাতে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করা হয়, যা বাংলাদেশ ব্যাংকের ঋণ বিতরণ নীতিমালার পরিপন্থি।

অন্যদিকে আরেকটি মামলায় আরিয়ান কেমিক্যালস লিমিটেডের নামে ঋণ দেখিয়ে প্রায় ৫৩ কোটি ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৯ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর শরীফসহ এফএএস ফাইন্যান্সের সাবেক চেয়ারম্যান উজ্জল কুমার নন্দী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক পরিচালকরা। অভিযোগে উল্লেখ করা হয়, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই একাধিক দফায় ঋণ মঞ্জুর করা হয় এবং সেই অর্থ দিয়ে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের বকেয়া ঋণ পরিশোধ ও নগদ উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করা হয়।

উভয় মামলা দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৬/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় দায়ের করা হয়েছে।