বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ১৭:০২

সড়ক পরিবহন উপদেষ্টার সঙ্গে ঢাবি ও ডাকসু প্রতিনিধিদলের সাক্ষাৎ 

সড়ক পরিবহন উপদেষ্টার সঙ্গে ঢাবি ও ডাকসু প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: বাসস

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস): সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।  

আজ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন উপদেষ্টার সঙ্গে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ ঝুঁকির প্রেক্ষিতে সংস্কার কার্যক্রমের অগ্রগতি প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। 

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা।

এসময় আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব (কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ) ড. খ ম কবিরুল ইসলাম।