বাসস
  ০৩ এপ্রিল ২০২৪, ১০:২১
আপডেট  : ০৩ এপ্রিল ২০২৪, ১৬:৫২

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক লুট, ম্যানেজার অপহরণ

বান্দরবান, ৩ এপ্রিল ২০২৪ (বাসস): জেলার রুমায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও চারটি অস্ত্র লুট করেছে বলে খবর পাওয়া গেছে। এদিকে এই ঘটনায় সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণের অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার রুমা উপজেলায় এ ঘটনা ঘটে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) মো. দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংকের ভল্ট ভেঙে সব টাকা নিয়ে গেছে কেএনএফ সদস্যরা। সেই সাথে ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে। ব্যাংকের নিরাপত্তায় থাকা পুলিশদের অস্ত্র নিয়ে গেছে।
তিনি জানান, উপজেলা পরিষদের নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের অস্ত্রও নিয়ে গেছে। সেই সাথে মসজিদ ঘরে নামাজরত মুসল্লিদের সব মোবাইল নিয়ে যায় তারা। ঘটনার পর পরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অপহৃত ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কেএনএফের ৬০ থেকে ৮০ জন সশস্ত্র সদস্য রুমা উপজেলা পরিষদ এলাকা ঘেরাও করে। ব্যাংকে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়